নাটোর প্রতিনিধি :নাটোরের লালপুরে গোপালপুর ডিগ্রী কজেল এবং চামটিয়া ভাটপাড়া সরকারী প্রাঃ বিদ্যালয়ে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেছেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আনিছুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর ডিগ্রী কলেজের অধক্ষ্য আকরাম হোসেন,সহকারী অধক্ষ নূরনবী,সাবেক অধক্ষ্য মুযাহিদ, থানা আওয়ামীলীগের সদস্য আব্দুস সাত্তার হিরু এবং চামটিয়া ভাটপাড়া সরকারী প্রাঃ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রীনা খানম।