ফরিদপুরে প্রতারনা চক্রের এক সদস্য আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ১১, ২০১৯

ফরিদপুরে প্রতারনা চক্রের এক সদস্য আটক




ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে জেলার বোয়ালমারী থানার ফেলান নগর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারনা চক্রের অন্যতম মূল হোতা  মোঃ লিয়াকত হোসেন নামে একজনকে আটক করেছে। এ সময় আটককৃত আসামীর  নিকট হতে প্রতারনার কাজে ব্যবহৃত ভুয়া আইডি কার্ড, ভুয়া চাকুরীর নিয়োগপত্র, ভুয়া সীল ও স্ট্যাম্প প্যাড, ভুয়া স্ট্যাম্প এবং বিপুল পরিমান চাকুরী প্রত্যাশিত ব্যক্তিদের আবেদনপত্র জব্দ করা হয়।
 
র‌্যবের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, সোমবার সকালে বোয়ালমারী থেকে নিজেকে বিভিন্ন সময়ে পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকতা, ব্যাংকার, সাংবাদিক ও একমি কোম্পানীর একজন উর্ধ্বতন কর্মকর্তা হিসাবে পরিচয় দেয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে।  তিনি বলেন, প্রতারক লিয়াকত বিভিন্ন ব্যাক্তিকে সরকারী ও বেসরকারী চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া লিখিত পরীক্ষাসহ মৌখিক ভাইভা বোর্ড বসিয়ে বিভিন্ন ধরনের নকল সীল মোহর ও কাগজপত্র তৈরীসহ ভুয়া নিয়োগপত্র প্রদান করে চাকুরী প্রত্যাশি যুবকদের প্রতারিত করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এতদ্প্রেক্ষিতে র‌্যাব ফরিদপুর উক্ত ঘটনার সত্যতা যাছাই এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করে তাকে আটক করে। আটককৃত আসামীকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
 
এদিকে ভুয়া এই ব্যক্তিকে আটকের খবরে ভুক্তভোগি মানুষের পক্ষ থেকে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে ধন্যবাদ জানানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here