সালথায় আ.লীগের বর্ধিত সভা শেষে দুগ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ১১, ২০১৯

সালথায় আ.লীগের বর্ধিত সভা শেষে দুগ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া


ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় আওয়ামীলীগের বর্ধিত সভা শেষে দূ-গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ১০ মার্চ রবিবার রাত আনুমানিক ৮ টায় উপজেলার সালথা সদর বাজারে এ ঘটনা ঘটে।
 
জানাযায়, গতকাল রবিবার সন্ধ্যায় সালথা চৌধুরী বাড়ীর আঙ্গিনায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের  এক বর্ধিত সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ।
 
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জনাব দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে উক্ত বর্র্ধিত সভায় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদীকা ও জেলা পরিষদ সদস্য ঝর্না হাসান, যুগ্ন সাধারন সম্পাদক মাসুদুল হক, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ জাহিদ ব্যাপারী, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট অনিমেষ রায়, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, উপ-দপ্তর সম্পাদক সৈয়দ সোহেল রেজা বিপ্লব, ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ। 

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা প্রধান অতিথির বক্তব্যে বলেন, ৭৫ পরবর্তী সময়ে প্রবীন আওয়ামীলীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধরীর ভুমিকায় আওয়ামীলীগ তার প্রতি কৃতজ্ঞ। দলে তার নাম স্বর্নাক্ষরে লেখা থাকবে। দলীয় প্রধান  মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার  অবদানের স্বীকৃতি দিয়েছেন। কিন্তু অত্যান্ত দুঃখের সাথে লক্ষ করছি সালথা উপজেলা পরিষদ নির্বাচনে তার রাজনৈতিক প্রতিনিধি ছোট ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী দলীয় নৌকা প্রতিকের মনোনিত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছে। এত করে দলের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। লাবু চৌধুরীকে অনুরোধ করবো আসুন দলের প্রার্থীর পক্ষে কাজ করুন। না হলে দল আপনাকে ক্ষমা করবে না। আপনার কারনে দলের ক্ষতি হলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলীয় প্রধানের নিকট আমরা জেলা নেতৃবৃন্দ অনুরোধ জানাবো। 

এসময় জেলার অন্যন্য নেতৃবৃন্দও একই সুরে বক্তব্য রাখেন। রাত ৮ টা দিকে সভা শেষে জেলা নেতৃবৃন্দ যখন শহরে ফিরছিলেন, ঠিক তখন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের সমর্থকরা  মিছিল করে। খবর পেয়ে নৌকা প্রতিকের সমর্থকরা মিছিল নিয়ে বের হয়। এতে উভয় পক্ষে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

খবর পেয়ে সালথা থানার পুলিশ ও ডিবি পুলিশের টিম ঘটনাস্থালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এলাকা এখন শান্ত রয়েছে। সুত্রে জানা যায়, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অসতর্ক হলে যে কোন সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

Post Top Ad

Responsive Ads Here