নগরকান্দাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষনা দিলেন তরুন প্রার্থী তালুকদার নাজমুল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ১২, ২০১৯

নগরকান্দাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষনা দিলেন তরুন প্রার্থী তালুকদার নাজমুল



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক তালুকদার নাজমুল হাসান বলেছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে নগরকান্দাকে একটা মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। তিনি সোমবার রাতে নগরকান্দা পৌরসভার বালিয়া মোটর সাইকেল প্রতীকের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
স্থানীয় কামাল ফকিরের সভাপতিত্বে সভাপতিত্বে সভায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রজম্ম কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোঃ ইছাহাক খান,  শওকত আলী শরীফ, রফিকুল ইসলাম জাজরিস, নুর হোসেন ঢালী, আইয়ুব আলী মুন্সী, কাজী আমানুর রহমান প্রমুখ
 
বক্তারা বলেন, ১৮ মার্চের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালুকদার নাজমুল হাসানের পক্ষে এক গনজোয়ারের সৃষ্টি হয়েছে। 
 
এর আগে বিকাল পাচঁটায় গোড়াইল বাজার এলাকায় গনসংযোগ করেন এবং গোড়াইল বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানগুলি পরিদর্শন করেন তিনি।
 
এরপর সাড়ে পাচঁটায় বিন্নাতলী বাজারে সাহেব আলী মাতুব্বরের সভাপতিত্বে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে আরও একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

Post Top Ad

Responsive Ads Here