উপজেলা ইঞ্জিনিয়ার লাঞ্চিত হওযার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ১২, ২০১৯

উপজেলা ইঞ্জিনিয়ার লাঞ্চিত হওযার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি :
ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অপব্যবহারকারী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ইউএনও মোঃ জসীম উদ্দিন এর বিচারের দাবীতে ফরিদপুরে মানববন্ধন করেছে ফরিদপুর জেলায় কর্মরত এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
 
মঙ্গলবার সকাল পৌনে ১০টায় সারাদেশের সাথে সঙ্গতি রেখে শহরের বদরপুর এলাকায় অবস্থিত এলজিইডি কার্যালয়ের সামনে এই ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জেলায় কর্মরত এলজিইডির সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, বাহুবল উপজেলা ইঞ্জিনিয়ারের উপর ইউএনও কতৃক তাকে শারিরীকভাবে লাঞ্চিত ও তাকে আটক রাখার ত্রীব নিন্দা জানাই। এছাড়া এ ঘটনায় আমরা সারাদেশের এলজিইডির কর্মকর্তাবৃন্দ ইউএনও মোঃ জসীম উদ্দিন এর বিচারের দাবী করছি সরকারের কাছে।
 
উল্লেখ্য, গত ০৬ মার্চ বাহুবল উপজেলার এক অফিস সহকারীকে মরাধরের অভিযোগে হবিগঞ্জের বাহুবল উপজেলা ইউএনও মোঃ জসীম উদ্দিনের নির্দেশে ওই উপজেলার প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীকে আটক করে পুলিশ। এবং দুই ঘন্টা পর মুচলেকার মাধ্যমে মুক্তি পান তিনি।

Post Top Ad

Responsive Ads Here