জলঢাকায় ২ দিন ব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Saturday, March 09, 2019

জলঢাকায় ২ দিন ব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন

এরশাদ আলম, জলঢাকা প্রতিনিধিঃ“সবাই মিলে ভাবো, নতুন কিছু করো” – নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুইদিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।

 এ উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্লান ও ল্যাম্ব শো প্রকল্পের সহযোগিতায় উপজেলা চত্বরে দুইদিনব্যাপী এই নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায়। এসময় উপস্থিত ছিলেন ল্যাম্ব শো প্রকল্পের বিনয় কৃষ্ণ তালুকদার, এফসি প্রভাতী রানী রায়, সিএসবিএ খালেদা আকতার, মিনা বেগম, সি এইচ ডাব্লু পুর্ণিমা রানী, লুবানা আকতার, রবিউল ইসলাম , কাঞ্চন কুমার রায়, উদয়াঙ্কুর সেবা সংস্থার ইউনিয়ন ফ্যাসিলেটেটর জয়দেব রায়, গীতা রানী ও মহিলা বিষয়ক অফিসের খোরশেদ আলম প্রমুখ। মেলায় সরকারী ও বেসরকারি ১০টি প্রতিষ্ঠান স্টল দিয়ে তাদের নারী উন্নয়নমূলক কার্যক্রম সাধারন মানুষের সামনে তুলে ধরেন। দুইদিনব্যাপী মেলায় গ্রামীণ নারীদের হাতে তৈরী বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী সহ বাল্যবিবাহ ও স্বাস্থ্যসেবা নিয়ে নাটক, গান, স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চলবে জানান মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায়।

No comments: