বেলকুচি উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২৪, ২০১৯

বেলকুচি উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

উজ্জল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃনুরুল ইসলাম সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে ইউএনও এস.এম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ আব্দুল মমিন মন্ডল, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম সাজেদুল, বিদায়ী চেয়ারম্যান (প্যানেল-১) আরিফুল ইসলাম সোহেল, উপজেলা আওয়ামীলীগ নেতা দেলখোশ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা প্রমুখ।

দায়িত্ব গ্রহণের পরে সভাকক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানের সভাপতিত্বে প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সদ্যদায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যন নুরুল ইসলাম সাজেদুল উপজেলা পরিষদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

Post Top Ad

Responsive Ads Here