সড়কে সচেতনতা বাড়াতে ফরিদপুরে র‌্যালী ও আলোচনাসভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ২৯, ২০১৯

সড়কে সচেতনতা বাড়াতে ফরিদপুরে র‌্যালী ও আলোচনাসভা


ফরিদপুর প্রতিনিধি :
সড়ক দূর্ঘটনা হ্রাস, সড়ক নিরাপত্তা নিশ্চিত করণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিপাদ্য ছিল “চালালে গাড়ি সাবধানে বাঁচবে সবাই প্রাণে”।

ফরিদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর যৌথ আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে অম্বিকা হলে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বিআরটিএ এর সহকারী পরিচালক মো. আতিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান।

আলোচনা সভায়. হাইওয়ে পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here