সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
বাংলা ক্যালেন্ডারে চলছে কাল বৈশাখীর মাস বৈশাখ। আর এই বৃষ্টিহীন ভরা গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ এর গরমে দুর্বিষহ হয়ে উঠেছে ফরিদপুরের জনজীবন। টানা ভ্যাপসা গরম আর অনাবৃষ্টির কারণে মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত। গরম বাতাস শরীরে লাগছে আগুনের ঝাপ্টার মতো। ঘরে-বাইরে কোথাও কোনো স্বস্তি নেই। শিশুরা ছাড়াও গরমে সবচেয়ে বেশি কাতর হয়ে পড়ছেন বয়ো- বৃদ্ধরা। নেতিয়ে পড়ছে প্রকৃতির গাছ-গুল্ম-লতা।
বাংলা ক্যালেন্ডারে চলছে কাল বৈশাখীর মাস বৈশাখ। আর এই বৃষ্টিহীন ভরা গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ এর গরমে দুর্বিষহ হয়ে উঠেছে ফরিদপুরের জনজীবন। টানা ভ্যাপসা গরম আর অনাবৃষ্টির কারণে মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত। গরম বাতাস শরীরে লাগছে আগুনের ঝাপ্টার মতো। ঘরে-বাইরে কোথাও কোনো স্বস্তি নেই। শিশুরা ছাড়াও গরমে সবচেয়ে বেশি কাতর হয়ে পড়ছেন বয়ো- বৃদ্ধরা। নেতিয়ে পড়ছে প্রকৃতির গাছ-গুল্ম-লতা।
এরই মাঝে প্রাণীকুল বিপর্যস্ত অবস্থায় সময় কাটাচ্ছেন। রোদের তাপ থেকে বাঁচতে সবাই খুঁজছে একটু ছায়ার আশ্রয়ে। ব্যতিক্রম নয় খেটে খাওয়া মানুষেরা। প্রচুর খরতাপ আর গরম থেকে একটু রক্ষা পেতে বিভিন্ন গাছের ছায়ায় আশ্রয় খুজে চলেছেন এই সব খেটে খাওয়া দিনমুজুর ও রিক্সাচালকেরা। খুব বেশী জরুরী না হলে বের হচ্ছেন না কেউ ঘড়ের বাইরে। তারপরে যে সব কর্মজীবী মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন তারা অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়ছেন।
চরভদ্রাসন উপজেলার মধ্য বিএস ডাঙ্গীর বাসিন্দা মিজানুর রহমান জানান, এত রোদের তাপ যে মনে হচ্ছে গায়ের চামড়া পুড়ে যাচ্ছে। রোদের কারনে ঘরের বাইরে বের হওয়াটাই দুস্কর হয়ে পড়ছে।
উপজেলার আরেক বাসিন্দা আঃ ওহাব মোল্যা বলেন, এত রোদের তাপ মনে হচ্ছে আকাশ থেকে যেন শুধু আগুন ঢেলে পড়ছে। প্রচুর গরমে ঘরের মধ্যে থেকেও কোন শান্তি পাচ্ছিনা। এতা গরমে জীবন একে বারে অতিষ্ট হয়ে পড়ছে।
ফরিদপুর শহরের রিকশাচালক নুর মিয়া জানান, রোদের কারণে রিকশা চালানো খুবই কষ্টকর। কিন্তু জীবন ও জীবিকার তাগিদে আমাগোতো রিকশা নিয়া রাস্তায় বার অইতোই অইবো। তানা অইলে আমাগো সংসার চলবো কিবা কইরা। তিনি বলেন কিছুক্ষন রিকশা চালাই আবার মাঝে এটটুহানি জিরাই লই। এই ভাবেই তিনি প্রতিদিন জীবিকার তাগিদে প্রচুর গরম ও তাপদাহ উপেক্ষা করে রিকশা চালিয়ে চলেছেন বলে জানান।
ফরিদপুর আওবাহয়া অফিসের পেশাগত সহকারী সূর্যল আমিন জানান, গত শনিবার সন্ধ্যায় ফরিদপুরে তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা বেড়ে ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। তিনি বলেন এটা সন্ধ্যা পর্যন্ত আরো বেড়ে যাবে। সারা দেশে ঘূর্নি ঝড়ের প্রভাব থাকলেও ফরিদপুরে এটা হওয়ার সম্ভবনা নেই খুব একটা।

