মোস্তাফিজুর রহমান,গোবিন্দগঞ্জ প্রতিনিধি-গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইপিএল ক্রিকেট জুয়া খেলার সময় ১২ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌর বন্দর জামে মসজিদ এলাকা থেকে অভিযান চালিয়ে আইপিএল ক্রিকেট জুয়া খেলার সময় ১২জন জুয়াড়িকে আটক করে।
আটককৃতরা হলো- সাইদুর রহমান (৩৫), লিমন মিয়া (২৫), আনোয়ার হোসেন (২৫), সঞ্জয় (২৮), প্রদিপ সুত্রধর (৩২), মিথুন চন্দ্র সরকার (৩১), আবুল হোসেন বাদল (৫১), জামিল শেখ (৩০), কুমার বিশ্বজিৎ (২৯), আবু নাঈব মন্ডল (২৫), পঙ্কজ কুমার দাস (২২) ও অনিক কুমার সাহা (২৭)।
পুলিশ জানায় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই জুয়া খেলার চক্রটি দীর্ঘদিন থেকে ইঊঞ ৩৬৫ সফ্টওয়ারের মাধ্যমে ডলার দিয়ে জুয়া খেলে আসছিল।
জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মেহেদী হাসান জানান, আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে ।

