মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে চালক নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ০২, ২০১৯

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলার বারাদি এলাকায় ফ্রেশ সিমেন্ট বোঝাই একটি ট্রাক গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। ট্রাক চালকের নাম ইউসুফ আলী (৩৩)। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী মিরাজ হোসেন (৩৪)।
বুধবার(১এপ্রিল)সকালে খুলনা থেকে মেহেরপুর যাওয়ার পথে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম ইউসুফ আলী ছাড়া তার বাকি পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। আহত মিরাজের বাড়ি ঝিনাইদহ শহরের আরাপপুরে।
পুলিশ জানায়, বুধবার সকালে মেহেরপুর শহরের দিকে সিমেন্ট বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮-৭২৭২) যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় রাস্তার পাশে বড় একটি কড়ই গাছের সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। ট্রাকের প্রায় পুরো অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও সহকারী আটকে পড়েন। চালকের মৃত্যু হলেও বেঁচে যান তার সহকারী মিরাজ। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে চালকের মরদেহ ও মিরাজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। মেহেরপুর জেনারেল হাসপাতালে মিরাজের চিকিৎসা চলছে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা বলেন,মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। উল্লেখ্য,এর আগে গত বছরের ২৮ সেপ্টেম্বর বারাদি বাজারের অদুরে ঘোড়ামারা মাঠে এমনিভাবে ট্রাকের সাথে গাছের সংঘর্ষে সুমন মৃধা নামের এক ট্রাক চালক নিহত হয়েছিলেন। সেই ট্রাকটিও ছিল সিমেন্ট বোঝাই।

Post Top Ad

Responsive Ads Here