মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মে দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ০২, ২০১৯

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মে দিবস পালন

 মেহের আমজাদ,মেহেরপুর 
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি,উন্নয়নের শপথ করি” এই শ্লোগানে মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয়।এসময় সেখানে বক্তব্য রাখেন জেলা প্রশাশক মোঃ আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমুখ। এ ছাড়া র‌্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন,সদর উপজেলা নির্বাহী কমকর্তা মাসুদুল আলম,জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন।
এদিকে এর আগে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের নেতৃত্বে জেলা মটর শ্রমিক ইউনিয়ন,জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক সভাপতি সামছুল আলম আবুল নেতৃত্বে ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়ন,জেলা ট্রাক ও ট্রাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলীর নেতৃত্বে জেলা ট্রাক ও ট্রাংক লরি শ্রমিক ইউনিয়ন,জেলা ইজিবাইক চালক সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের খন্ড খন্ড মিছিল মেহেরপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Post Top Ad

Responsive Ads Here