মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমীর মিলানয়তনে আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন (অবঃ) শিক্ষক ননী গোপাল ভট্টাচার্য।
বক্তব্য রাখেন প্রফেসর হাসানুজ্জামান মালেক,পিপি পল্লব ভট্টাচার্য,জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। আলোচনা সভার আগে জেলা শিল্পকলা একাডেমীর নৃত্যশিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান ও পরে নৃত্যশিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

