জলঢাকায় পরিবহন শ্রমিক সংগ্রাম পরিষদের বর্নাঢ্য র‍্যালিতে সর্বস্তরের মানুষের ঢল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ০২, ২০১৯

জলঢাকায় পরিবহন শ্রমিক সংগ্রাম পরিষদের বর্নাঢ্য র‍্যালিতে সর্বস্তরের মানুষের ঢল

এরশাদ আলম, জলঢাকা প্রতিনিধিঃ 
"দুনিয়ার মজদুর এক হও, এক হও" এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় পরিবহন শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্দ্যোগে মহান মে দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে বাসস্টান চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পরিবহন শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, সহকারী কমিশনার ভুমি ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ওসি তদন্ত মাহমুদ উন নবী, ট্রাক ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক শাহিনুর রহমান, মাইক্রো শাখার সভাপতি তহিদুল ইসলামসহ উপজেলার সকল শ্রমিক সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। পরে বিকেলে বাসস্টান চত্বরে উপজেলা পরিবহন শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

Post Top Ad

Responsive Ads Here