ফরিদপুরে তীব্র তাপদাহে অতিষ্ট জনজীবন, রাস্তা-ঘাট জনশূন্য - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Wednesday, May 08, 2019

ফরিদপুরে তীব্র তাপদাহে অতিষ্ট জনজীবন, রাস্তা-ঘাট জনশূন্য


ফরিদপুর প্রতিনিধি : 
শুরু হয়েছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। আর এই ভরা গ্রীষ্মের প্রচন্ড তাপদহে দুর্বিষহ হয়ে উঠেছে ফরিদপুরের জনজীবন। টানা ভ্যাপসা গরমের কারণে মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত। গরম বাতাস শরীরে লাগছে আগুনের ঝাপ্টার মতো। ঘরে-বাইরে কোথাও কোনো স্বস্তি নেই। 

দুপুরের থেকে রাস্তা-ঘাট ফাকাঁ হয়ে পড়েছে। শিশুরা ছাড়াও গরমে সবচেয়ে বেশি কাতর হয়ে পড়ছেন বয়ো-বৃদ্ধরা। ব্যতিক্রম নয় খেটে খাওয়া মানুষেরা। প্রচুর খরতাপ আর গরম থেকে একটু রক্ষা পেতে বিভিন্ন ছায়ায় আশ্রয় খুজে চলেছেন এই সব খেটে খাওয়া দিনমুজুর ও রিক্সাচালকেরা। এদিকে জেলাবাসী খুব বেশী জরুরী না হলে বের হচ্ছেন না কেউ ঘড়ের বাইরে।
 
ফরিদপুর আওবাহয়া অফিসের পেশাগত সহকারী সূর্যল আমিন জানান, গত মঙ্গলবার ফরিদপুরে তাপমাত্রা ছিল ৩৬.০৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা বেড়ে ৩৭.০১ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। তিনি বলেন এটা সন্ধ্যা পর্যন্ত আরো বেড়ে যাবে। দেশের কোথাও কোথাও ঝড়ের প্রভাব থাকলেও ফরিদপুরে এটা হওয়ার সম্ভবনা নেই দু-একদিনের মধ্যে।

No comments: