ফরিদপুরে কৃষকদের মাঝে মিল্কভিটার ৯ কোটি টাকার চেক বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ০৯, ২০১৯

ফরিদপুরে কৃষকদের মাঝে মিল্কভিটার ৯ কোটি টাকার চেক বিতরণ


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সদরের তিনটি ইউনিয়নের ৪৫০ জন কৃষককের প্রত্যেককে মিল্কভিটার পক্ষ থেকে দুই লাখ টাকা করে মোট ৯ কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের বদরপুর এলাকার আফসানা মঞ্জিল চত্বরে এ চেক  বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।
 
মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. আব্দুল করিম।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, মেধাসম্পন্ন জাতি গড়তে দুধের কোনো বিকল্প নেই। গাভী লালন-পালন করে কৃষক যেমন একদিকে স্বাবলম্বী হবে। অন্যদের পুষ্টিহীনতা দূর করতে দুধের চাহিদা মেটাতে অবদান রাখার সুযোগ মিলবে।
 
পরে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল ও চরমাধবদিয়া ইউনিয়নের ৪৫০ জন কৃষককের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।

Post Top Ad

Responsive Ads Here