ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় জেলা যুবলীগ নেতা কৌশিক দাস নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ০৯, ২০১৯

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় জেলা যুবলীগ নেতা কৌশিক দাস নিহত


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরের গোল পুকুর ড্রিমের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ফরিদপুর জেলা যুবলীগ আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কৌশিক দাস (৪৮) নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। সে শহরের খোদাবক্স রোড মহল্লার কালাচানঁ দাসের পুত্র।
 
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক মোঃ বেলাল হোসেন জানান, দুপুরের দিকে শহরের গোল পুকুর ড্রিমের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় অটো রিক্সার ধাক্কা খেয়ে সে পড়ে যায়। এরপর রক্তাত্ত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রæত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
 
এদিকে তার লাশ দেখতে জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মিরা তার বাড়ীতে গিয়ে শোক প্রকাশ করে। 

তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি।

Post Top Ad

Responsive Ads Here