ফরিদপুরে বিপুল পরিমান ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ০৬, ২০১৯

ফরিদপুরে বিপুল পরিমান ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাসের মধ্যে থেকে দুইশ বোতল ফেন্সিডিলসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সোমবার সকালে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, বরিশালের বিমান বন্দর থানার মজিদ সরদারের ছেলে মোঃ রেজাউল করিম সরদার (৩০) ও তার স্ত্রী মোছাঃ ময়না আক্তার (২৬)।
 
র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার পৌর ভবনের সামনে ফরিদপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা চেকপোষ্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশিকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের মধ্যে থেকে দুইশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ফেন্সিডিলের ব্যাগ বহনকারী ব্যাক্তিদের আটক করা হয়। তিনি জানান এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন, ০৩টি সিমকার্ডসহ ও নগদ ১১০০/- টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের ভাঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, এ চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here