সঞ্জিব দাস, ফরিদপুর :
ফরিদপুর ডিবি পুলিশের অভিযানে দেড়শ বোতল ফেন্সিডিলসহ দুজনকে আটক করেছে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল। গত রবিবার রাত সাড়ে ৯টায় শহরের উত্তর আলীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
ফরিদপুর ডিবি পুলিশের ওসি বিপুল চন্দ্র দে জানান, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে শহরের আলীপুর এলাকা থেকে রাজন শেখ (৩২) এবং মো. কাইয়ুম শেখ (৩৫) এর কাছ থেকে ১৫০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক নিয়ন্ত্র আইনের ৩৬(১) এর ১৪ (খ)/১৪(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

