ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ০১, ২০১৯

ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শহরতলীর পূর্বগঙ্গাবর্দী নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয় আরো দুজন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। দূর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

 
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল জানান, আজ শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শহরতলীর পূর্বগঙ্গাবদী এলাকায় ঢাকাগামী বনফুল পরিবহনের একটি বাস মাগুরাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয় আরো দুজন। আমরা ঘটনাস্থলে এসে আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছি। তিনি বলেন এদের মধ্যে নিহত ট্রাকের ড্রাইভার মাগুরা ইসলামের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনো জানাযায়নি।
 
এদিকে ঢাকা-খুলনা মহাসড়ক সকল ধরনের যানচলাচল বন্ধ থাকায় ঈদের ছুটিতে ঘড় ফেরা মানুষের চরম দূভোর্গের মধ্যে পড়তে হয়েছে।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে রাস্তার উপর পরে থাকা বাস-ট্রাককে সরানোর কাজ শুরু করেছে পুলিশের ব্রেকার।

Post Top Ad

Responsive Ads Here