ফরিদপুরে গত ২৪ ঘন্টায় আরও ৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Thursday, August 08, 2019

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় আরও ৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
ফরিদপুরে প্রতিদিন ডেঙ্গু জ্বরের পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে বৃহস্পতিবার পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৪৫৪ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন  রয়েছেন ২৭৯জন।



ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭০জনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রোগী ভর্তি হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫২ জন। ৪ জন জেনারেল হাসপাতাল, ৩ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে, ৩ জন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বেসরকারি ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন ও আরোগ্য সদনে ১ জন। 


ফরিদপুরের সিভিল সার্জন এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত মোট ৪৫৪ জন ভর্তি হয়েছিলেন। বর্তমানে ভর্তি আছেন ২৭৯জন। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত ১৪০জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ৩৪জনকে ঢাকায় স্থনান্তর করা হয়েছে এবং মারা গেছেন একজন।


এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ফরিদপুরের মধুখালী সরকারি আয়েনউদ্দিন কালেজের ছাত্রী খালেদা পারভীন (২৫)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
খালেদা পারভীন ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী ইউনিয়নের মেঘচামী গ্রামের ফিরোজ খানের মেয়ে। দুই মেয়ে ও এক ভায়ের মধ্যে তিনি ছোট। তাঁর বাবা স্থানীয় আশাপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক। খালেদা সরকারি আয়েনউদ্দিন কলেজের ডিগ্রি শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

No comments: