ফেনীতে শেখ রাসেল জাতীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্ধোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০১৯

ফেনীতে শেখ রাসেল জাতীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্ধোধন


সময় সংবাদ ডেস্ক-
ফেনীতে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত শেখ রাসেল জাতীয় জুনিয়র ও সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০১৯।
বিকেলে ফেনীর খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়াম টুর্ণামেন্ট উদ্বোধন করেন তথ্য সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

খেলায় অংশ নেয় দেশের ৮টি বিভাগীয় দল, ৬৪টি জেলা ও দুটি শিক্ষাবোর্ডের দল। প্রত্যেক দলে বালক-বালিকা অনুর্ধ্ব-১৫, অনুর্ধ্ব-১৮ (একক ও দ্বৈত) এবং প্রবীন দ্বৈত (৪৫ ও তদুর্ধ্ব) সর্বমোট ৩২০জন খেলোয়াড় অংশগ্রহন করবে। ১০ সেপ্টেম্বর শুরু হওয়া শেখ রাসেল জাতীয় জুনিয়র ও সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০১৯ শেষ হবে ১৬ সেপ্টেম্বর।

Post Top Ad

Responsive Ads Here