ঝিনাইদহ কালীগঞ্জে বি এন পির সাবেক এম পি বেল্টু ও ফিরোজ গ্রুপের সংঘর্ষ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০১৯

ঝিনাইদহ কালীগঞ্জে বি এন পির সাবেক এম পি বেল্টু ও ফিরোজ গ্রুপের সংঘর্ষ



ঝিনাইদহ প্রতিনিধিঃ  
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলেজে রোডে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির দুই গুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৯ জন কমবেশি আহত হয়েছেন। রনি নামে এক কর্মীর পায়ে ইট লেগে আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ দুই রাউন্ড গুলি ছুড়েছে। এই ঘটনায় পুলিশ ফারুক নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে। সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের সমর্থকদের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, বিএনপির নতুন জেলা আহবায়ক কমিটিতে কালীগঞ্জ উপজেলার ৬ নেতা স্থান পেয়েছেন। তাদের নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ শহরের কলেজ রোডে আলোচনার সভার আয়োজন করা হয়। আলোচনা সভা চলাকালীন সময়ে সাবেক এমপি বেল্টু গ্রুপের সমর্থকরা আতর্কিত হামলা চালায় বলে ফিরোজ গ্রুপের লোকজন অভিযোগ করেন। খবরের সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, সংঘর্ষ থামাতে পুলিশ দুই রাউন্ড গুলি ছুড়েছে। এ সময় একজনকে আটক করা হয় বলেও ওসি জানান।


Post Top Ad

Responsive Ads Here