মদ খেয়ে ইভটিজিং, তরুণীর চড় খেলেন অভিনেতা খসরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ০৪, ২০১৯

মদ খেয়ে ইভটিজিং, তরুণীর চড় খেলেন অভিনেতা খসরু


সময় সংবাদ ডেস্ক//
বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। অসংখ্য টেলিভিশন নাটক ও সিনেমাতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি নিউইয়র্কে এক তরুনীর সঙ্গে ইভটিজিং করে লাঞ্ছিত হয়েছেন।

জানা যায়, মদ খেয়ে আফিয়া চৌধুরী নামের এক তরুনীর সঙ্গে ইভটিজিং করেন স্বাধীন খসরু। জ্যাকসন হাইটসের পাশে রুজভেল্ট এভিনিউ ও ৭৯স্ট্রিটের উপরে অবস্থিত রুমান্টিকা নামের একটি স্পেনিস বারের সামনে এই ঘটনা ঘটে গত ৩ অক্টেবর রাত ১০টা ১৫ মিনিটে।

বার থেকে মদ খেয়ে বাহিরে দাঁড়িয়ে সিগারেট পান করছিলেন স্বাধীন খসরু আর তার এক বন্ধু। এমন সময় আফিয়া তার সামনে দিয়ে গেলে স্বাধীন খারপ মন্তব্য ও ইঙ্গিত করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে আফিয়া স্বাধীনের গালে চড় মারেন।

এ বিষয়ে জানতে চাইলে আফিয়া চৌধুরী বলেন, ‘আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম। তখন খসরু আমাকে বলে ‘আপনি হট অ্যান্ড সেক্সি’ এই কথাটি শুনে জায়গায় দাঁড়িয়ে গেলাম। আপনি কী বলেন এসব? তার উত্তরে স্বাধীন খসরু বলেন, এই বাদলা দিনে আপনি আমাদের সঙ্গে থাকলে ভালো হত। কথাটি শুনে আমি মাথা ঠিক রাখতে পারিনি। তার গালে চড় বসিয়ে দিয়েছি।’

স্বাধীন খসরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি বলছিলাম আপনি খুব সুন্দর। এজন্য আমার গায়ে হাত তুলবে সেটা কল্পনাও করতে পারিনি। নিউইয়র্কের বাঙালিরা যে এখনো সভ্য হতে পারেনি এ ঘটনা না ঘটলে বুঝতে পারতাম না। গায়ে হাত তোলার কারণে আমি পুলিশ ডাকতে চাইছিলাম। কাল নিউইয়র্ক থেকে চলে যাব তাই ঝামেলা বাড়ালাম না।’


Post Top Ad

Responsive Ads Here