মন্ত্রী-এমপিরাও ক্যাসিনো ব্যবসায় জড়িত: মওদুদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ০৪, ২০১৯

মন্ত্রী-এমপিরাও ক্যাসিনো ব্যবসায় জড়িত: মওদুদ

সময় সংবাদ ডেস্ক//
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরাও ক্যাসিনো ব্যবসায় জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।তিনি বলেন, এই ক্যাসিনোর সাথে পুলিশের কর্মকর্তারাও জড়িত ছিলেন। এগুলো না হলে কি করে এই প্রতিষ্ঠাগুলো প্রসার লাভ করেছে? আর সবাই এগুলো থেকে শেয়ার পেতো। এ কারণে তারা তখন তাদেরকে ধরেনি। এখন কোনো একটা গোলমাল ও অন্তদণ্ডের কারণে বিষয়টা ফুটে উঠেছে।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্যাসিনো অভিযানকে ‘আইওয়াস’ মন্তব্য করে মওদুদ আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘অভিযান চালিয়ে যাবেন’’, স্বাগত জানাই। কিন্তু আপনি আপনার সরকারের সাবেক মন্ত্রী, বর্তমান মন্ত্রী এবং সাবেক এমপি ও বর্তমান এমপিদের সম্পদের হিসাব বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করুন। তাহলে বুঝবো, আপনি সত্যিকার অর্থেই এই অভিযান চালাতে চান।’

মওদুদ আহমদ বলেন, নিজের মুক্তির জন্য বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারো কাছে মাথা নত করবেন না। তিনি বাংলাদেশের এখন ১৬-১৭ কোটি মানুষের নেতা। সুতরাং হয় তার মুক্তি আইনী প্রক্রিয়ায় হবে। আর তা না হলে জনতার আন্দোলনের মাধ্যমে তার মুক্তি হবে। অন্য কোনো পথে তার মুক্তি হবে না।

বেগম জিয়া অবশ্যই জেলখানা থেকে বের হয়ে আসবেন উল্লেখ করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, তিনি (খালেদা) যেদিন বের হয়ে আসবেন, সেদিন বাংলাদেশে আবারো গণতন্ত্র, বিচার বিভাগ, আইনের শাসন ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফিরে আসবে।

Post Top Ad

Responsive Ads Here