মেহের আমজাদ, মেহেরপুর//
দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত মেহেরপুর সরকারী কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষে ছাত্র জাহিদ হাসানকে কলেজের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষের কক্ষে ওই চেক প্রদান করা হয়। সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিউল ইসলাম সরদার উপস্থিত থেকে ক্যান্সারে আক্রান্ত জাহিদ হাসানের হাতে চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ফুয়াদ খাঁন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কুদরত-ই খোদা রুবেল প্রমুখ।
জানা যায়, মেহেরপুর সরকারী কলেজের ছাত্র জাহিদ হাসানের হাঁটুতে টিউমার ধরা পড়েছিল পরবর্তীতে পরীক্ষা করে জানা যায় সেটি ক্যান্সারে রুাপান্তরিত হয়েছে। পরে সে ভারতে ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় কলেজ কর্তৃপক্ষের কাছে আর্থিক অনুদানের আবেদন করলে কলেজের শিক্ষক পরিষদ, একাডেমী কাউন্সিলসহ কলেজের সকল শিক্ষকের সিদ্ধান্ত মতে কলেজের চিকিৎসা তহবিল থেকে জাহিদ হাসানকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ ছাড়াও মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে তাকে নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।

