মেহের আমজাদ, মেহেরপুর//
“বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা” এই শ্লোগানে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দিবসটি উপলক্ষে মেহেরপুর শহরে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃতে র্যালিটি জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইরাদত হোসেন, বিসিক শিল্পনগরীর ব্যবস্থাপক আশরাফুল আলম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রথান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইরাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল,বিসিক শিল্পনগরীর ব্যবস্থাপক আশরাফুল আলম প্রমুখ।

