ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসুচি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ০৩, ২০১৯

ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসুচি

ঝিনাইদহ প্রতিনিধি :
ক্লাস-পরীক্ষা চালু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তি পত্র পাওয়ার দাবিতে আমরণ অনশন করছেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীরা। কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত এই আমরণ কর্মসুচি চলবে বলে জানান, কলেজের শিক্ষার্থী লুবান মাহফুজ মিশুক। তিনি  বলেন, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পরও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনাপত্তিপত্র দিচেছ না। যে কারণে গত ৯ মাস যাবত বন্ধ রয়েছে তাদের ক্লাস ও পরীক্ষা। যে কারণে অনাপত্তিপত্র ও ক্লাস-পরীক্ষা চালুর দাবীতে বুধবার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হলেও সেখান থেকে কলেজের প্রধান ফটনের সামনে বসে আমরণ অনশণ শুরু করে।  এ দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে বলেও জানান তিনি।


Post Top Ad

Responsive Ads Here