শৈলকুপায় স্কুল ছাত্র হত্যার ঘটনায় সহপাঠিসহ ২ জন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ০৩, ২০১৯

শৈলকুপায় স্কুল ছাত্র হত্যার ঘটনায় সহপাঠিসহ ২ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের সাদেকপুর গ্রামে ৮ম শ্রেণীর ছাত্র জুয়েল হত্যা মামলায় তার সহপাঠিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে শৈলকুপার সাদেকপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-ওই গ্রামের রেজাউল করিমের ছেলে রাতুল (১৫) ও একই গ্রামের রিয়াজ শেখের ছেলে সাগর হোসেন (২১)। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, স্কুলছাত্র জুয়েল হত্যার সাথে জড়িত সন্দেহে বুধবার ভোররাতে ওই গ্রাম থেকে সহপাটি রাতুল ও প্রতিবেশী সাগরকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে রাতুল হত্যার কথা স্বীকার করে। পরে তাদের দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র। এ ঘটনায় নিহতদের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে শৈলকুপায় থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আটককৃতদের গ্রেফতার দেখানো হয়। বুধবার রাতে উপজেলার সাদেকপুর গ্রামের একটি ধানক্ষেতে বেণীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র জুয়েলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।


Post Top Ad

Responsive Ads Here