ফারাক্কা বাঁধ খুলে দেয়া নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০২, ২০১৯

ফারাক্কা বাঁধ খুলে দেয়া নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

সময় সংবাদ ডেস্ক//
বাংলাদেশকে বিপদে ফেলার জন্য ভারত ইচ্ছে করে ফারাক্কা বাঁধ খুলে দেয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, গণমাধ্যমে বলা হচ্ছে, ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে ভারত, একথা সঠিক নয়। 

বুধবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর হোটেল লেক ক্যাসেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) উদ্যোগে 'সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা: উত্তরবঙ্গ থেকে অভিজ্ঞতা' শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাভাবিকভাবেই পানির বাঁধ খুলে দিয়েছে ভারত। এটা নতুন কোনো বিষয় নয়। এসময়ে এমনিতেই বাঁধ খোলা থাকে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, আপনারা ভারতের অবস্থান জানেন, আমাদের অবস্থান কী সেটাও জানেন। সুতরাং, ভারত সফর ফলপ্রসূ হবে। 

এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Post Top Ad

Responsive Ads Here