মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, র‌্যাব সদস্য নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ০৩, ২০১৯

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, র‌্যাব সদস্য নিহত

সময় সংবাদ ডেস্ক//
রাজধানীর কাকরাইল মোড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হাসান মাহমুদ (৩০)। পুলিশ সদস্য থেকে বর্তমানে র‌্যাব হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন তিনি। তার বাড়ি বরিশাল আগৈরঝড়ায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২ জন র‌্যাব সদস্য কাকরাইল মোড় দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দু’জনই পড়ে গিয়ে আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক হাসানকে রাত ৩টায় মৃত ঘোষণা করেন। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন চিকিৎসকরা।

Post Top Ad

Responsive Ads Here