সময় সংবাদ ডেস্ক//
রাজধানীতে ক্যাসিনো কেলেঙ্কারির পর একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বিদেশি নাগরিকদের সম্পৃক্ততার পাশাপাশি দেশি গডফাদারদের যেমন রয়েছে সংশ্লিষ্টতা, তেমন শোবিজ অঙ্গনের তারকাদেরও ক্যাসিনোতে জড়ানোর খবর চাউর হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ক্লাবের সুরক্ষিত বড় সাইজের এই পাঁচটি সিন্দুক খোলাই হয়নি। সিন্দুকগুলো এতটাই সুরক্ষিত যে হাতুড়ি দিয়ে ভাঙা দূরের কথা, গ্যাসকাটার দিয়েও কাটা সম্ভব হচ্ছে না। তবে সিন্দুকগুলো খোলার চেষ্টা হচ্ছে নানাভাবে।
ক্যাসিনোয় অভিযান চালিয়ে বিভিন্ন সরঞ্জাম জব্দের পাশাপাশি বিপুল অঙ্কের অর্থও উদ্ধার করা হয়েছে। তবে ক্যাসিনোর অভ্যন্তরে অনেক কিছুতেই এখনো হাত পড়েনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
পুলিশের পক্ষ থেকে চারটি ক্লাবে অভিযান চালিয়ে সিলগালা করা হয় ভিক্টোরিয়া, দিলকুশা, মোহামেডান ও আরামবাগ ক্লাব। এসব ক্লাব থেকে এবং র্যাবের অভিযানে সিলগালা করা ইয়ংমেনস ক্লাবসহ মোট পাঁচটি ক্লাবে দেখা গেছে বড় সাইজের সিন্দুক; যা এখনো খোলা যায়নি। এর একেকটির ওজন অন্তত ৪০০ কেজি। আগুন প্রতিরোধী সিন্দুকগুলো স্টিলের ঢালাইয়ে তৈরি। কেউ কেউ বলছেন, ক্যাসিনোর সিন্দুকে আছে জুয়া খেলার চিপস, অস্ত্র ও টাকা। তবে সিন্দুকগুলো খোলা হলেই রহস্যের জট খুলবে। মতিঝিলের ক্লাবপাড়া থেকে আরও ৩২টি ছোট ছোট সিন্দুক হাওয়া হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাতের আঁধারে এসব সিন্দুক অন্যত্র সরিয়ে ফেলা হয়। উধাও হয়ে যাওয়া সিন্দুকগুলোর সন্ধানে তৎপরতা শুরু করেছে র্যাব। পুলিশ জানায়, উন্নত প্রযুক্তির সিন্দুকগুলো ডিজিটাল পাসওয়ার্ড দিয়ে লক করা। এগুলো এতটাই সুরক্ষিত যে হাতুড়ি দিয়ে ভাঙা দূরের কথা, গ্যাসকাটার দিয়েও কাটা সম্ভব নয়। তাই সিন্দুকের দরজা খুলতে ক্যাসিনোর মালিকদের খোঁজা হচ্ছে।

