নিজ বাসায় ইসরো বিজ্ঞানীর লাশ, মাথায় আঘাত করে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০২, ২০১৯

নিজ বাসায় ইসরো বিজ্ঞানীর লাশ, মাথায় আঘাত করে হত্যা

সময় সংবাদ ডেস্ক//
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-ইসরোর এক বিজ্ঞানীকে নিজ বাসায় হত্যা করা হয়েছে। এস সুরেশ (৫৬) নামের ওই বিজ্ঞানী ন্যাশনাল রিমোট সেন্সিং ইউনিটে কর্মরত ছিলেন।

মঙ্গলবার শহরের হায়দরাবাদের আমিরপেট এলাকার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানায়, সুরেশ কাজ করতেন ন্যাশনাল রিমোট সেন্সিং ইউনিটে। গত ২০ বছর ধরে হায়দরাবাদে বসবাস করে আসছিলেন।

পুলিশ বলছে, আমিরপেটের অন্নপূর্ণা রেসিডেন্সিতে সুরেশের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে তার মৃতদেহ। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে কোনো ভারী অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে।

এক্ষেত্রে কেউ জোর করে সুরেশের ফ্ল্যাটে ঢুকেছিল, নাকি আততায়ী তার পূর্ব পরিচিত তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

কেরালার বাসিন্দা সুরেশের স্ত্রী চাকরি করেন ব্যাংকে। তিনি বদলি হয়েছেন চেন্নাইয়ে। এই দম্পতির এক ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রে আর এক মেয়ে দিল্লিতে থাকেন।

Post Top Ad

Responsive Ads Here