বোয়ালমারীতে ২য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৯, ২০১৯

বোয়ালমারীতে ২য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ



বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামে ৮বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই শিশু জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার (০৮.১০.১৯) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ওই ভিকটিমের মা বাদি হয়ে থানায় ধর্ষনের অভিযোগে শিফাত শরীফ (১৯) নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও থানা সূত্রে জানা যায় ভিকটিমের প্রতিবেশি ধুলজোড়া গ্রামের দাউদ শরীফের ছেলে শিফাত কামরাঙ্গা দেওয়ার কথা বলে বাড়ির পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ওই শিশুর বাড়িতে তার মা বাবা ছিল না। পরে শিশুটি তার মা বাবাকে বিষয়টি জানালে ওইদিন দুপুরে থানায় এসে অভিযোগ দেয়। ভিকটিম ও শিফাত গ্রাম্য সম্পর্কে চাচা ভাতিজি। পুলিশ ভিকটিমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে ডাক্তারী পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে থানা পরিদর্শক (তদন্ত) মো. সহিদুল ইসলাম বলেন, ধর্ষণের প্রাথমিক সত্যতা মিলেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. নুরুল আলম মিনা মুকুল বলেন, প্রাথমিক ভাবে ঘটনা সত্য বলে মনে হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here