সঞ্জিব দাস, ফরিদপুর-
‘The Future belongs to those who believe in the beauty
of their dreams’ স্লোগানের মধ্যে দিয়ে ফরিদপুর জেলা প্রশাসকের নতুন উদ্যোগ
হিসেবে অনুষ্ঠিত হলো ‘মিট দ্যা ডিসি’।২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ
বিনির্মানে দক্ষ ও যোগ্য লিডার তৈরী, বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ-বাংলাদেশ
চেতনায় টেকসই ভবিষ্যত স্বপ্নের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই এ
কার্যক্রমের লক্ষ্য।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়।
শুরুতে জেলা প্রশাসক জনাব অতুল সরকার মিট দ্যা ডিসিতে অংশগ্রহণকারী ১০ জন
শিক্ষার্থীর উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি
শিক্ষার্থীদের স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
মহান মুক্তিযুদ্ধ, মাতৃময় দেশকে গড়ে তুলতে টেকসই ভবিষ্যত স্বপ্নের কথা
বলেন। একই সাথে ‘আমার গ্রাম আমার শহর-ফরিদপুর হবে শিক্ষা নগর’ হৃদয়ে ধারণ
করে ফরিদপুর জেলাকে গড়ে তোলার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে জেলার পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সেরা ১০ জন
শিক্ষার্থী শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান, শহর, জেলা, জেলার ইতিহাস-ঐতিহ্য
সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে। জেলা প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ
সহকারে শুনে তাদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। একই সাথে সংশ্লিষ্ট
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক
প্রত্যেক শিক্ষার্থীকে নিজ স্বাক্ষরিত কার্ড প্রদান করেন এবং স্ব-স্ব
শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সমস্যা
নিরোধ-সম্ভাবনা সৃষ্টিতে কাজ করতে বলেন।
অনুষ্ঠানে এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক জনাব মো: মনিরুজ্জামান,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রোকসানা রহমান, জেলা শিক্ষা অফিসার
জনাব পরিমল চন্দ্র মন্ডল, সহকারী কমিশনার হাসান মো: হাফিজুর রহমান, মো:
বায়েজিদুর রহমান, আফরোজ শাহীন খসরু, রিফাত আরা মৌরী, ফরিদপুর প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোসাম্মাৎ আফরোজা খানম, ঈশান বালিকা উচ্চচ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক সায়েদুর নাহার পান্না, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, আনসার উদদীন উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:
আবু জাফর শেখ, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আলমগীর হোসেন,
হালিমা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম মো: বদরুদ্দোজা, মহিম
ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মো: ওবায়দুর রহমান, আদর্শ বালিকা উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদীন, পুলিশ লাইন্স হাই স্কুলের
প্রধান শিক্ষক মু. আব্দুল কাইয়ুম শেখ, ফরিদপুর জিলা স্কুলের সহকারী প্রধান
শিক্ষক চন্দ্র শেখর দাস বক্তব্য প্রদান করেন।
মিট দ্যা ডিসিতে অংশ গ্রহণকারী এ মাসের সৌভাগ্যবান ১০ শিক্ষার্থীদের
মধ্যে রয়েছে ফরিদপুর জিলা স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী মো: সামিন
ইয়াছার, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী মো: আব্দুল ওয়াদুদ
রাব্বী, আনছার উদদীন উচ্চ বিদ্যালয়ের আবীর হাসান, আদর্শ বালিকা উচ্চ
বিদ্যালয়ের সাদিয়া ইসলাম, ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের সাদিয়া জাহান শিথি,
মহিম ইন্সটিটিউশনের নবম শ্রেনীর শিক্ষার্থী রহিমা আক্তার, সারদা সুন্দরী
বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী অদিতি কর্মকার, পুলিশ
লাইন্স হাই স্কুলের কেএমএ নাইম, হালিমা গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাতী
নূর, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জেরিন ওমর সামারা।
মিট দ্যা ডিসি মূলত: ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের চিন্তা ও
পরিকল্পনায় ফরিদপুর জেলার পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নানা
বিষয়ে উত্তীর্ণ সেরা দশ জন শিক্ষার্থীর ফরিদপুর জেলা প্রশাসকের সাথে
সাক্ষাত ও বিভিন্ন বিষয়ে আলোকপাতের ক্ষেত্র। এটি প্রতি ইংরেজি মাসের প্রথম
শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলা পর্যায়ে
অুনষ্ঠিত হবে ‘মিট দ্যা ইউএনও’।
