ফরিদপুর প্রতিনিধি :
“স্বপ্ন দেখব বলে দুচোখ পেতেছি” এই শ্লোগান ধারন করে ফরিদপুরে অনুষ্ঠিত হলো একাদশ বির্তক উৎসব-২০১৯ এর সমাপনি ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান।
শুক্রবার বিকেলে ফরিদপুর ডিবেট ফোরামের আয়োজনে ও ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে দুদিনের এই বির্তক উৎসবের সমাপনি বক্তব্য ও পুরুস্কার বিতরনে অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
ফরিদপুর ডিবেট ফোরামের সভাপতি সতীর্থ কর্মকারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর সরকারী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান, সাহিত্য সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি আবুল ফয়েজ, রাজেন্দ্র কলেজের অধ্যাপক রেজভী জামান, শওকত আলী জাহিদ, আসমা আক্তার মুক্তা, সিরাজী কবির খোকন প্রমুখ।
১৬টিঁ স্কুল পর্যায়ের দল নিয়ে বৃহস্পতিবার শুরু হয় এই বির্তক প্রতিযোগিতা। দুদিনের প্রতিযোগিতা শেষে শুক্রবার ফাইনালে ওঠে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়। এতে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় সরকারী দল ও সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয় বিরোধী দল নিয়ে তুমুল বির্তক হয় দুটি দলের মধ্যে। প্রতিযোগিতায় বিচারকদের রায়ে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সুব্রত ববি, সবজিদ খান, পাভেল রহমান, তরিকুল ইসলাম ও সৌরভ সাহা।