ফরিদপুর প্রতিনিধি :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও বন্দিদশা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের হাবেলী গোপালপুর যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খাঁন পলাশের আয়োজনে তার নিজ বাড়ীর আঙ্গিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলার শত শত বিএনপি নেতাকর্মি যোগদেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর মিয়া, পৌর কাউন্সিলর নাসিরুউদ্দিন মিনার, জেলা বিএনপির সাবেক আইন বিষযক সম্পাদক এ্যাড. জসিম উদ্দিন মৃধা, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, খান টিটু প্রমুখ।
এসময় বক্তরা অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় রাজপথে মুক্তির আন্দোলন বেগবান করে তাকে মুক্ত করা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন।
পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি করে এক দোয়া মাহফিলে অংশ নেন উপস্থিত নেতাকর্মিরা।