মেহের আমজাদ, মেহেরপুর//
ধর্মীয় অনুভূতিতে আঘাত থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে কাজ করছে। হিন্দু-মুসিলিম কোন ভেদাভেদ নেই। কারণ হিন্দু-মুসলিম একই বৃন্তের দুটি ফুল। গতকাল শুক্রবার সকাল ১০টা দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস. এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ,পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য,জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইব্রাহিম শাহীন,মেহেরপুর প্রেসক্লাব এর উপদেষ্টা তুহিন আরন্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, ডাঃ অলোক কুমার দাস, সাংস্কৃতিক কর্মি শ্বাশত নিপ্পন চক্রবর্তী, বামনপাড়া পুজা উদযাপন কমিটির সভাপতি চায়না দাস প্রমুখ। প্রতিমন্ত্রী সদর উপজেলার ১৩টি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে পূজা উদযাপনে আর্থিক সহযোগিতা হিসেবে ৫শ কেজি চালের মূল্য হিসেবে নগদ টাকা প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতেই সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শারদীয় শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেছেন সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রতিমন্ত্রীর নিজ উদ্যোগে শুভেচ্ছা বিনিময় এটা মেহেরপুরে প্রথম।