ঝিনাইদহ প্রতিনিধি :
মৃত্যুর স্বাদ সকল প্রাণীকে গ্রহন করতে হবে ঠিক তেমনি করেই ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পোতাহাটি গ্রামের দুখিনি বিধবা মায়ের সন্তান অন্তু কর্মকার (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পোতাহাটি দূর্গা মন্দিরে পূজা দেখতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করে। সে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামের মৃত্য উত্তম কর্মকারের একমাত্র সন্তান এবং ডাকবাংলা বাজারের আঃ রউফ ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, অন্তু সন্ধ্যা সাড়ে ৬টায় পোতাহাটি গ্রামের পূজা মন্ডুপে দেবীর ছবি তুলে নেমে আশার সময় মন্দিরের দরজা দিতে গেলে দরজার সাথে লেগে থাকা বিদ্যুৎ এর তার ছিড়ে দরজা কারেন্ট হয়ে যাওয়াই সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। দ্রুত অন্তকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করে। এ ব্যাপারে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মকলেছুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করেন। একমাত্র সম্বল অন্তু কে হারিয়ে বিধবা মা দিশেহারা হয়ে পড়েছেন। অন্যদিকে সাধারণ মানুষ বলছে প্রতি বছর ছোট খাটো দূর্ঘনা ঘটলেও মন্দির কমিটির নেতারা খোঁজ রাখে না । প্রতি বছর এলো মেলো ভাবে বিদ্যুৎ লাইন টানার জন্যই আজ বড় ধরনের দূর্ঘটনা ঘটলো। বুধবার সকালে অন্তুর লাশ বাহী গাড়ী গ্রামে আসলে চারি দিকে আকাশ বাতাশ ভারী হয়ে উঠে,অন্তুর লাশ দেখতে তার সহপাঠি, শিক্ষক,গ্রামের মানুষ ভিড় করে তার বাড়ীতে।

