বিএসএফের তাড়ায় মা ভারতে শিশু সন্তান বাংলাদেশে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২৪, ২০১৯

বিএসএফের তাড়ায় মা ভারতে শিশু সন্তান বাংলাদেশে

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের তাড়ায় মা ভারতে রয়ে গেছে, আর শিশু রাবেয়া বাবা শরিফুল মোল্লার সঙ্গে বাংলাদেশের ভেতরে বিজিবির হাতে আটক রয়েছে। শিশু রাবেয়াদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার সাতরাখালি গ্রামে। 

রাবেয়ার বয়স মাত্র এক বছর দশ মাস।  জন্মের পরপরই বাবা শরিফুল মোল্লার সঙ্গে মায়ের কোলে চড়ে চলে যান ভারতে। সেই থেকেই বাবা-মায়ের সঙ্গে ভারতের মুম্বাইয়ে থাকত সে। শনিবার ভোরে কাঁটাতারবিহীন মাটিলা সীমান্ত পার হয়ে বাবা শরিফুল মোল্লার সঙ্গে রাবেয়া বাংলাদেশে ঢোকে। কিন্তু মা বিএসএফের তাড়া খেয়ে ভারতে থেকে গেছে।


রাবেয়ার বাবা শরিফুল মোল্লা বলেন, প্রায় ১৮ মাস আগে তারা পাসপোর্টবিহীন অবস্থায় ভারতে গিয়েছিল কাজের জন্য। সেখানে বোম্বে হোটেলে কাজ করতাম আমি ও স্ত্রী। বেশ কিছুদিন হলো আমাদের কাজের টাকা দেয় না মালিক। নানাভাবে মালিক নির্যাতন করত। পাশাপাশি বিজেপির রাজনৈতিক লোকজন এসে ভয় দেখাত। মালিকরাও বলত এদেশের নাগরিক না, তোমরা বাংলাদেশে চলে যাও। এ জন্য ভয়ে, টাকা পয়সা না পেয়ে আমরা বিনা পাসপোর্টে চলে এসেছি। কিন্তু আমার স্ত্রী আসতে পারিনি। জানিনা সে কবে আসবে, কি আসবে না। 


সম্প্রতি ভারত সরকার সে দেশের আসাম রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকাশ করে। সেখানে নাম না থাকায় নির্যাতনের ভয়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে তারা সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে বলে জানিয়েছে বিজিবি ও জেলা প্রশাসন। তবে এসব অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি করছে বিজিবি।
ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, সীমান্তে এলাকায় ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এদিকে সীমান্ত পার হয়ে আসা অধিকাংশেরই নেই বৈধ নাগরিকত্ব। তাদেরকে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলার পর আদালতে সোপর্দ করা হচ্ছে বলে তিনি আর জানান।

Post Top Ad

Responsive Ads Here