ফরিদপুর প্রতিনিধি :
দালালদের আনাগোনা বেড়েছে ফরিদপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে বলে অভিযোগ করেছেন কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। একই সাথে প্রতিষ্ঠানের যে বর্তমান সুনাম রয়েছে তা নষ্টে নানা অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি তার অভিযোগে উল্লেখ করেছেন। অভিযোগ গুলো ফরিদপুর জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন জায়গায় তিনি পাঠিয়েছেন বলে জানান তিনি।
তিনি তার অভিযোগে উল্লেখ করেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ফরিদপুরে সৌদি আরবসহ বিভিন্ন দেশে গমনেচ্ছুক মহিলা গৃহকর্মীদের এক মাস মেয়াদী এবং পুরুষ কর্মীদের তিনদিনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ প্রতিষ্ঠানে ভর্তির জন্য জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ঢাকা কিছু নিয়ম-নীতি তৈরি করে দিয়েছে। সে নিয়ম-নীতি অনুসরণ করেই টিটিসি, ফরিদপুরে ভর্তি এবং কোর্স সমাপনী পরীক্ষার যাবতীয় কার্যক্রম চলে।
লক্ষ্য করা যাচ্ছে যে, দালাল শ্রেণীর কিছু লোক গ্রাম থেকে প্রার্থীদের সংগে নিয়ে আসে এবং উক্ত প্রার্থীদের মধ্যে কেহ ভর্তির অযোগ্য হলে অথবা কোর্স সমাপনী পরীক্ষায় অনুত্তীর্ণ হলে অধ্যক্ষ, টিটিসি, ফরিদপুরের উপর ক্ষিপ্ত হয়ে উঠে, এবং বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চালায় । তারা বাদ পড়া প্রার্থীদের এবং অনুত্তীর্ণ প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবক এবং টিটিসির পার্শ্ববর্তী কিছু লোকদের নিয়ে অধ্যক্ষের নামে নানান বাজে কথা ছড়ায়। একই সাথে একটি ফেসবুক আইডি থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট মিথ্যা লেখা বানোয়াট, উদ্দেশ্যমূলক, অভিযোগ ইত্যাদি লেখা হয়। যা অধ্যক্ষ ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ফরিদপুরের সুনাম ক্ষুন্ন করে ও ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য যে, টিটিসির পার্শ্ববর্তী এলাকায় নামধারী জনৈক এ কাজের সাথে জড়িত থেকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এ রকম অপপ্রচেষ্টা চালাচ্ছে এবং তার নিজের জন্য অযৌতিক কিছু দাবি করছে। উক্ত অযৌক্তিক দাবি অধ্যক্ষ, টিটিসি, ফরিদপুর মেনে না নেয়ায় তিনি টিটিসি, ফরিদপুরের অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং টিটিসির সার্বিক প্রশিক্ষণ কাজে ব্যঘাত সৃষ্টি করছে। টিটিসি ফরিদপুরের সুন্দর পরিবেশ বজায় রাখবার স্বার্থে ও সার্বিক নিরাপত্তার নিমিত্তে টিটিসি, ফরিদপুরে দালাল চক্রের আগমন প্রতিহত এবং টিটিসি, ফরিদপুর ও অধ্যক্ষের সুনাম ক্ষুন্ন করবার কাজে যারা নিয়োজিত আছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ফরিদপুর, পুলিশ সুপার, সভাপতি/সম্পাদক ফরিদপুর প্রেস ক্লাবের বরাবর উল্ল্যেখিত বিষয়টি অবগত করা হয়েছে।
এ ব্যাপরে অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ফরিদপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্র দক্ষিন অঞ্চলের মধ্যে একটি স্বনামধন্য উল্ল্যেখ যোগ্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান হতে বছরে বিভিন্ন ট্রেডের হাজার হাজার দক্ষ কারিগরি শিক্ষা প্রদান করে একটি দক্ষ জনশক্তির তৈরি করে বিদেশে পাঠিয়ে প্রচুর বৈদেশিক মূদ্রা অর্জন করতে সক্ষম হয়। এ ধরনের একটি সরকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অযৌক্তিক মিথ্যা ভিত্তিহীন প্রচারকারিদের অবিলম্বে তদন্তপূর্বক শাস্তির দাবি জানাই।
তিনি বলেন দীর্ঘ ৮- ১০ বছর আগে এ প্রতিষ্ঠানে নানাবিধও সমস্যায় জর্জরিত ছিল। সকল অশুভ হাতকে প্রতিহত করে বর্তমানে ফরিদপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্র সুশিক্ষায় ও দক্ষ প্রশিক্ষনের মাধ্যমে হাজার হাজার দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে রপ্তানি করে দেশের সুনাম রাখতে সক্ষম হয়েছে। তিনি আরো জানান টিটিসির শিক্ষকদের নামে কিছু ব্যাক্তি, নিজের স্বার্থ হাসিল করার জন্য এই বিভ্রান্তিকর বানোয়াট তথ্য প্রকাশ করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

