ঝিনাইদহের মহেশপুরে ভারতীয় চোরাই পন্যসহ চার চোরাকারবারী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০৭, ২০১৯

ঝিনাইদহের মহেশপুরে ভারতীয় চোরাই পন্যসহ চার চোরাকারবারী আটক

ঝিনাইদহ প্রতিনিধিঃ  
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠপাড়া প্রাইমারি স্কুল এলাকা থেকে বুধবার রাতে মহেশপুুর ৫৮ বিজিবি অভিযান চালিয়ে চার চোরাকারবারীকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের শাড়ী, ট্রাওজার, সোয়েটার, জুতা ও বিবিধ পোশাক পরিচ্ছদ, ০২টি মোটর সাইকেলের টায়ার, ০১টি বাজাজ মোটরসাইকেল (সিটি-১০০), ০৭টি বিভিন্ন কোম্পানীর মোবাইল সেট, ১১টি বিভিন্ন কোম্পানীর মোবাইলের সীমকার্ড এবং ০৪টি মেমোরীকার্ড। আটককৃতরা হচ্ছে মহেশপুরের শ্যামকুড় গ্রামের আব্দুল ওহাবের ছেলে ইব্রাহীম হোসেন, একই গ্রামের আফছার মন্ডলের ছেলে মফিহুর রহমান, হারিসন মালিথার ছেলে ই¯্রাফিল ও বাবুল মীরের ছেলে রাজিবুল হোসেন মিন্টু । এদিকে একই দিন নিমতলা বিওপি মালিকবিহীন অবস্থায় ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়কের পক্ষে উপ-অধিনায়ক কামরুল হাসান প্রেরিত এক ই-মেইল বার্তায় বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানানো হয়।

Post Top Ad

Responsive Ads Here