কলকাতা টেস্টে প্রথম তিন দিন ৫০ হাজার টিকিট বিক্রি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৯

কলকাতা টেস্টে প্রথম তিন দিন ৫০ হাজার টিকিট বিক্রি

সময় সংবাদ ডেস্ক//
আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে দিবা-রাত্রির টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গোলাপি বলের এই টেস্টের প্রথম তিন দিন ৫০ হাজার টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। 

টুইটারে টুইট করে সিএবি আরও জানায়, ‘১৪ নভেম্বরের পরে, কাউন্টার থেকে টিকিট দেওয়া শুরু হলে গ্যালারিতে প্রথম তিন দিনের কোনও আসনই ফাঁকা থাকবে না।’

এদিকে, এই টেস্টকে আর্কষনীয় করে তুলতে আয়োজনের কমতি রাখছেন না বিসিসিআই’র নতুন সভাপতি ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ইতোমধ্যে ২০০০ সালের প্রথম ভারত-বাংলাদেশ টেস্টের সকল খেলোয়াড়দের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শুধু তাই নয়, ক্রীড়াজগতের একাধিক ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে সিএবি-এর। লিয়েন্ডার পেজ, সানিয়া মির্জা, পি ভি সিন্ধুরা থাকবেন। টেস্টের প্রথম দিন ভারতের সাবেক টেস্ট অধিনায়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here