আবু মুসা নাটোর থেকেঃ
নাটােরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামীণ টাওয়ার এলাকায় পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যায় একটি দেশীয় তৈরী পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস জানান, গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বনপাড়া কালিকাপুর টাওয়ার এলাকায় জমির পাশ একটি পিস্তল পড়ে আছে। রাত সাড়ে আটটার দিকে আমি ও আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিত্যাক্ত অবস্থায় পিস্তলটি পড়ে থাকতে দেখি। খবরের কাগজ ও ক্রসটেপ দিয়ে মােড়ানা পিস্তল উদ্ধার করি। পরে মােড়ানা কাগজ ও ক্রস টেপ খুলে দেখি পিস্তলের মধ্যে এক রাউন্ড তাজা গুলি রয়েছে। বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে এবং পিস্তলটি থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি পরে খতিয়ে দেখা হবে।

