মেহেরপুরে নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে লিফলেট বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ০৫, ২০১৯

মেহেরপুরে নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে লিফলেট বিতরণ



মেহের আমজাদ,মেহেরপুর//
“সড়ক পরিবহন আইন-২০১৮” ১ নভেম্বর ২০১৯ থেকে কার্যকর করা হয়েেেছ। এই আইন বাস্তবায়নে সকল ধরণের যানবাহন মালিক,চালক,পথচারীসহ সাধারণ নাগরিকদের সচেতন করার লক্ষে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে পুলিশ সুপার এস.এম মুরাদ আলীর নেতৃত্বে মেহেরপুর শহরের কলেজ মোড়ে মোটরসাইকেল,বাস,মাইক্রো, ট্রাকচালক ও বিভিন্ন যানবাহনের মালিক সহ সাধারণ মানুষকে নতুন সড়ক আইনের বিভিন্ন দিক তুলে ধরে নতুন আইনে কি আছে এ বিষয়ে সচেতন করতে তাদের হাতে লিফলেট তুলে দিয়ে পুলিশ সুপার এস.এম মুরাদ আলী জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন করেন।পুলিশ সুপার বলেন, নতুন সড়ক আইন সম্পর্কে অনেকেই অবগত নয়। তাই তাদের আগে নতুন আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে। পরে আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন সকলকে আইন সম্পর্কে সচেতন করতে কাজ করে যাচ্ছে পুলিশ। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খান, ডিবির ওসি রবিউল ইসলাম, ট্রাফিক পুলিশের টি.আই ইসমাইল হোসেন,সার্জেন্ট নাজমুল হাসান সহ পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here