ঝিনাইদহ প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলার বাড়াদী এলাকা থেকে গাজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব - ৬। গত সোমবার (০৪/১১/১৯) সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন হানুর বাড়াদী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার করেন।অভিযানের সময় নাজমুল হাসান শান্তি এর মুদি দোকানের সামনে থেকে ১ জন মাদক ব্যবসায়ী মোঃ মোহন আলী (৩২), পিতা- মৃত ফেরাজ আলী, সাং- তালতলা, থানা ও জেলা-চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতের নিকট ২ কেজি গাঁজা,১ টি মোবাইল সেট এবং ১ টি সীম কার্ড উদ্ধার করা হয়।উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করে র্যাব-৬।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলা হয়েছে।

