সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন, এই পতিপ্রাদ্য সামনে রেখে, ফরিদপুরের সালথায় নানা আয়োজনে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা সমবায় সমিতির সভানেত্রী হোসনেআরা ইকবাল মাতো, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল ওহাব, গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ । এসময় সেরা সমবায় সমিতির সভা নেত্রীকে ক্রেষ্ট প্রদান করা হয়।

