ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভাড়ালিয়ারচর গ্রাম থেকে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ববিতা বেগম (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। গৃহবধূর স্বামীর নাম ইবাদত বিশ্বাস, সে একজন কৃষক। ওই গৃহবধূর এক ছেলে এক মেয়ে রয়েছে।
লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মো. সাইফুদ্দিন আহমেদ জানান, শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে ঝগড়া করেন গৃহবধূ। পরে রাতে নিজ ওড়না দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস নেয় বলে জানান পরিবারের সদস্যরা। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত করার জন্য প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তার মৃত্যর কারণ।
এ ঘটনায় গৃহবধূর মামা মো. চুন্নু বিশ্বাস ইউডি মামলা করেছে। মামলা নম্বর-৩৫।

