রাঙামাটি জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরফান আলী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০২, ২০১৯

রাঙামাটি জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরফান আলী

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরফান আলী।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসা জন্য ও ব্যক্তিগত কারনে লক্ষ্যে আগামী সোমবার (৪নভেম্বমর ২০১৯) দেশের বাহিরে যাচ্ছেন। তাই সবার সম্মতিক্রমে ছাত্রলীগের সহ-সভাপতি আরফান আলীকে মৌখিকভাবে (২নভেম্বমর ২০১৯) শনিবার সকালে ভারপ্রাপ্ত সভাপতি পদের দায়িত্ব অর্পণ করেন জেলা ছাত্রলীগ সভাপতি সুজন।
দায়িত্ব অর্পণকালে সুজন বলেন, মূলত আমার অসুস্থ্যতা ও নিজের ব্যক্তিগত কারনে দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যাচ্ছি। দেশে ফিরে আসতে বেশ কিছুদিন সময় লাগবে। 
তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত দেশে ফিরবো না, ততদিন রাঙামাটি জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আরফান আলী। তিনি রাঙামাটি জেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ জেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here