ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে বিশিষ্ট খেলোয়াড় সাকিব আল হাসানকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।শনিবার (২ নভেম্বর) দুপুরে শহরের পায়রা চত্বর প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচীতে ক্রিকেট প্রেমী সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট প্রেমী শিক্ষার্থীরা অংশ নেয় এবং ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচিতে তারা বাংলাদেশের সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার প্রতিবাদ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন।
বক্তারা, অবিলম্বে সাকিব আল হাসানের উপর জারি করা নিষেধাজ্ঞা বাতিল করে দ্রুত খেলায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে দাবি জানান।